শাফায়েত নাজমুল : আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ৷ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ পিটিআই ইনস্টিটিউটের সভাকক্ষে কেক কেটে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে ৷ তিন দিনব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ এর শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন ৷ অনুষ্ঠানে সকল শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয় ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ রেজাউর রহমান ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শামসাদ জাহান ও সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা রুবায়াত ৷ এছাড়া ও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে শিক্ষকরা তাদের মান উন্নয়নের জন্য সরকার কর্তৃপক্ষের নিকট দাবি জানান৷