নূরুন্নাহার নূর :-
অনলাইন জগতে এক সারা জাগানো পেইজ শিল্পী জগত মিউজিক্যাল ব্যান্ড। ২০২১ সালে বাংলাদেশের ময়মনসিংহের অধিবাসী মোঃ মোফাজ্জল খান এই পেইজ টি শুরু করেছিলেন কয়েক জন সদস্য নিয়ে। আজকে এই পেইজের সাথে জড়িয়ে আছে অনেক জ্ঞানী গুণী মানুষের সমাগম। অনলাইন জগতে সারা জাগানো শিল্পী জগত মিউজিক্যাল ব্যান্ড পেইজ টিতে সপ্তাহে দুই তিন বার লাইভ অনুষ্ঠান করা হয়। সেই রকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয়েছে গতকাল মঙ্গলবার ৩ তারিখ রাত ৯ টায়। এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চাঞ্চল্যকর, অনলাইনে সারা জাগানো শিল্পী জাকিয়া হায়দার সাথী, শামীমা আক্তার, সিরাজুল হক খান, ফজলুল করিম রুহেল চার জন গুণী শিল্পীর সমন্বয়ে খুব ফাটাফাটি, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। বেশ কয়েকটি দেশের জনগণ এই লাইভের দর্শক শ্রোতা হিসেবে তা উপভোগ করেছেন।অন্যন্য লাইভে শিল্পী আনা হয় আমেরিকা, দুবাই, মালদ্বীপ, ভারত, সিঙ্গাপুর, বাংলাদেশ ইত্যাদি দেশ থেকে। এই পেইজটি বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
গ্রুপ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল খান ও উপদেষ্টা ফজলুল করিম রুহেল, হুসাইন সরফরাজ নেওয়াজ,আকরাম হোসেন মিলন এবং শিল্পীজগত মিউজিক্যাল ব্যান্ড পেজ এর এডমিন প্যানেলের এডমিন, মডারেটর, সদস্য সকলের সমন্বয়ে খুব সুন্দর ভাবেই পেইজটি নিয়ে এগিয়ে যাচ্ছে।
এবং তারা প্রত্যেকেই আশা করছে খুব দ্রুত এই পেইজ সফলতার উন্নতম শিখরে পৌঁছে যাবে।
শিল্পী জগত মিউজিক্যাল ব্যান্ড এর অন্যতম এডমিন সংগীত শিল্পী জাকিয়া হায়দার সাথী উপস্থাপিকা হিসেবে গতকালের লাইভ অনুষ্ঠান টি খুব চমৎকার ভাবেই পরিচালনা করলেন।