পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষর বিরুদ্ধে।
সোমবার (২ অক্টোবর) সাড়ে দশটার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার সংলগ্ন কাহেৎধান্দুল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (৩৫) ও মোঃ পিয়াস (৩০)এর সাথে একই এলাকার কফিল উদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে তার বসত ঘরে সোমবার রাতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মর্মে কফিল উদ্দিনের স্ত্রী মোছাঃ লাভলী আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মোঃ সুমন মিয়া ও তার ছোট ভাই মোঃ পিয়াস কে বিবাদী করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে লাভলী আক্তার জানান, ঘরে ঘুমান্ত অবস্থায় আগুনের টের পেয়ে ঘর থেকে বেড়িয়ে এসে তারা ডাক চিৎকার করেন। পরে এলাকাবাসী এসে তারা সহ আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং সে সময় জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
এব্যাপারে অভিযুক্ত মোঃ সুমন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পাওয়া যায়নি। বক্তব্য নেওয়া সম্ভব হয়নী।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, আগুন লাগার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.