নিজস্ব প্রতিবেদক : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
তিনি বলেন, ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরমধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপনসহ পরিচালনায় সব প্রস্তুতি নেওয়া হবে।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিছ তলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেবিচক চেয়ারম্যান।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই ৯০ শতাংশ কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন, বডিং ব্রিজ দৃশ্যমান হয়েছে। এই টার্মিনাল থেকে বছরে এক কোটি ২০ লাখ যাত্রী সেবা পাবেন।
বেবিচক চেয়ারম্যান জানান, টার্মিনাল চালু হতে এক বছর লাগলেও এর পার্কিংসহ অন্যান্য স্থাপনা ক্রমেই ব্যবহার করা যাবে। এছাড়া কিছুদিনের মধ্যেই টার্মিনালের পার্কিংয়ে প্লেন রাখা হবে। এখানে এক সঙ্গে ৩৭টি প্লেন রাখা যাবে
তিনি বলেন, ৭ অক্টোবর আংশিকের উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিক থেকে।
মফিদুর রহমান আরও বলেন, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের প্রায় ৮২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল উদ্বোধনের এর আগে ৯০ শতাংশ কাজ শেষ করব। আমরা আশা করছি আমাদের পরিকল্পনামাফিক কাজ শেষ হবে।
করোনা মহামারির সময়েও এই প্রকল্পের কাজ থেমে থাকেনি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাংয়ের অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণকাজ করছে।
টার্মিনালটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।