এম এ আকবর খন্দকারঃ-" শিশুর জন্য বিনিযোগ করি ভবিষ্যতের বিশ্বগড়ি" এ প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় কিশোরগঞ্জ বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপন হয়েছে। এ উপলক্ষে গত ২ অক্টোবার সোমবার সকালে জাতীয় মহিলা সংস্হার সামনে থেকে শিশুদের সমন্মনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জাতীয় মহিলা সংস্হার হলরুমে আলোচনা সভা, সংগীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, হাতের লেখা প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানেরর আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাাম্মদ আবুল কালাম'র প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য খালেদা ইসলাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহিন সুলতানা ইতি। শিশুদের মাঝে বক্তব্য রাখে সরযুবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইকতিনা মাবরুর ও সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের ছাত্র মোঃ নাবিল রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্ররীয়ান আবুল কালাম আজাদ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.