এম এ আকবর খন্দকারঃ-"ভালবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন"-এ প্রতিপাদ্যে গত ২৯ সেপ্টেম্বর শুক্রবারে সকালে সারা বিশ্বের ন্যায় ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা নানামূখী আয়োজনে বিশ্ব হার্ট দিবস-২০২৩ উদযাপন করেছে। বিশ্বের সবচেয়ে ঘাতক ব্যাধি হৃদরোগ। যার কারনে প্রতি বছর ১ কোটি ৮৬ লক্ষ লোক মারা যায়। এ ঘাতক ব্যাধি থেকে পরিত্রনে সচেতনতার বিকল্প নেই। এসব কথার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন জেলা হার্ট কমিটির সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবদুল হাই। পরে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গন থেকে লাল রংগের টি শার্ট পরিহিত একটি র্যালী সুদৃশ্য ব্যানারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় যাত্রা স্হানে এসে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ সোলায়মান তানভীর, হার্ড ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান জাহাঙ্গীর, , ডাঃ মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ অাহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম উসমান গণি, নির্বাহী সদস্য অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম, মোঃ আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্টানের শেষ প্রান্তে অাগ্রহী পথচারীর ব্লাড পেশার মাপা ও বিনামূল্যে স্বাস্হ্য সেবা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.