মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রানিসম্পদ মন্ত্রণালয় কতৃক আয়োজিত সারা দেশব্যাপী ন্যায় পিপিআর ফ্রি ভ্যাকসিন ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে ৩০ শে সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৬ টি ইউনিয়ন সহ একটি পৌরসভার মোট ১৪টি টিমের মাধ্যমে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোজাহিদুল কবির শিহাব জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরী করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান,উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিং এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যক্সিন দেয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারীর সহযোগিতা কামনা করেন।