নূরুন্নাহার নূর তাড়াইল
কিশোরগঞ্জ প্রতিনিধি:-
পুরানো বন্ধু মহল মিউজিক্যাল ক্লাব পেইজটির যাত্রা শুরু হয়েছিলো ২০২১ সালের মার্চ মাসে। এই পেইজের প্রতিষ্ঠাতা বাংলাদেশের টাঙ্গাইল জেলার সুজন মিয়া। সুদূর মালদ্বীপ থেকে পেইজটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। প্রবাস জীবনে শান্তি খুঁজে পায় এই পেইজের মাধ্যমে । বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের সাথে ওতপ্রুত ভাবে জড়িয়ে আছে।প্রতি সপ্তাহে বিনোদনের জন্য দুই বার লাইভ অনুষ্ঠান করা হয় এবং বিভিন্ন দেশের দর্শক শ্রোতা বন্ধুগন এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিশেষ করে এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন কানাডা , আমেরিকা,দুবাই, মালদ্বীপ,ভারত, সিঙ্গাপুর,ইত্যাদি দেশ থেকে। তদ্রুপ গত বৃহস্পতিবার ২৮ শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় সেই রকম জাঁকজমকপূর্ণ লাইভ অনুষ্ঠান হয়েছে। আর এ সময় লাইভে অংশ গ্রহণ করেছেন সংগীত শিল্পী কানাডা থেকে শাকিলা খান, বাংলাদেশ থেকে নূসরাত প্রিয়া উপস্থাপিকা।
সুজন মিয়া পেইজের প্রতিষ্ঠাতা ও পরিচালক তৌহিদা জেসমিন এর সমন্বয়ে অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবেই পরিচালনা করা হয়।
আরো এই পেইজকে এগিয়ে নিতে যেতে সহযোগীতা করেন পুরানো বন্ধু মহল মিউজিক্যাল ক্লাবের এডমিন প্যানেলের সকল এডমিন মডেরোটার কলাকৌশলী সদস্য'গন/ এবং বিনোদন টি উপভোগ করেন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের দর্শক শ্রোতা বন্ধু'গন।
তদ্রুপ গত বৃহস্পতিবার রাত ৯ টায় কানাডা থেকে আগত সংগীত শিল্পী শাকিলা খান ও বাংলাদেশ থেকে উপস্থাপিকা হিসেবে অংশ নেয় নুসরাত প্রিয়া।
উপভোগ করেছেন বিভিন্ন দেশের, বিভিন্ন পেশার জনগণ।
প্রত্যেকেই উক্ত পেইজ এর সফলতা কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.