নিজস্বপ্রতিবেদক : জাতীয়’দৈনিক সমাজ সংবাদ’পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক অনক আলী হোসেন শাহিদী এঁর সাথে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি পুলক কিশোর গুপ্ত’র সৌজন্য সাক্ষাৎ।
২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং (বুধবার)কিশোরগঞ্জ জেলার গচিহাটা রেলষ্টেশন সংলগ্ন দুপুর ৩:০০ঘটিকায় জাতীয় ” দৈনিক সমাজ সংবাদ “পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক
অনক আলী হোসেন শাহিদী এঁর সাথে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি পুলক কিশোর গুপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী মো:মশিউর রহমান ভূইয়া(বাবুল)প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃবকুল মিয়া,কিশোরগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:রাকিবুল হাসান।উক্ত সাক্ষাৎকারের সময় কুশলাদি বিনিময়ের পরে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় ওনাদের।ব্যবস্থাপনা সম্পাদক ওনার স্ত্রী,ছেলে এবং মেয়ে নিয়ে কিশোরগঞ্জ হাওরের অপরুপ সুন্দর্য উপভোগ করতে আসেন।নিকলী উপজেলার হোটেল আরাবী আবাসিকে রেস্ট নিয়ে,আল্লাহর দান রেস্টুরেন্টে লাঞ্চ করলেন।লাঞ্চের পর আবার আরাবী আবাসিকে রেস্ট নিয়ে,সন্ধ্যায় নিকলী উপজেলার আশেপাশে ঘুরতে যাবেন।২৮ শে সেপ্টেম্বর ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা রয়েছেন।