বেলাব(নরসিংদী) প্রতিনিধি:-বেলাবতে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ‘বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয় হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ‘বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলার ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নরসিংদী ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোঃ এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তর খালেদা, নরসিংদী জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ মিজানুর রহমান, সেক্টর স্পেশালিস্ট – ইকোনোমিক রিইনটিগ্রেশন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নজরুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পংকজ গোস্বামী সহ’প্রমুখ।