মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি খায়রুল বাশারকে প্রত্যাহার ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নের মেহের নগর গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়ধুল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জিন্নাহ মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল মোল্লা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মোল্লা, সহ-সভাপতি ঠান্ডু মিয়া, আওয়ামীলীগ নেতা আবু সামা মোল্লা প্রমুখ।
বক্তরা বলেন. গত ১৯ জুন স্থানীয়রা গরু চুরির সময় ফরিদুল ইসলাম ও ফারুক শেখ নামে দুই ব্যক্তি আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরবর্তীতে মেহের নগর গ্রামের রুপচাঁন মোল্লার দায়ের করা একটি মামলায় বড়ধুল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জিন্নাহ মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল মোল্লা সহ ১৩ জনকে
অভিযুক্ত করে গত ২৭ আগষ্ট আদালতে অভিযোগ পত্র দায়ের করে পুলিশ। এই মামলাটি মিথ্যা বলে বক্তরা অভিযোগ করেন। এরই প্রতিবাদে বেলকুচি থানার ওসি খায়রুল বাশারকে প্রত্যাহার ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, গরু চুরির সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তদন্ত করে দেখা যায় চুরির সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এজন্য তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর আওয়ামীলীগ নেতা জিন্নাহ মোল্লার সাথে তার চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তদন্তে এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যে কারনে অভিযোগ পত্রে তাদের নাম এসেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.