ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরী হচ্ছে সাবান । তৈরী কৃত সাবানে নামি-দামি বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে বাজারজাত করে গ্রাহকদের কে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব । স্থানীয় প্রশাসন প্রায় বছর খানেক আগে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয় । কিন্ত কয়েক মাস যেতে না যেতেই রহস্যজনকভাবে কারখানাটির সিলগালা খুলে আবারো তৈরী করছে নিন্মমানের সাবান ।
সরেজমিনে খোজঁ নিয়ে জানাযায়, শাহআলম ও তার আরো ২ ভাইসহ ৩ ভাই যৌথ মালিকানায় কারখানাটি পরিচালনা করছে। কারখানাটিতে প্রায় ৩০/৩৫ জন শ্রমিক কাজ করে। প্রতিদিন প্রায় ২/৩ লাক টাকার সাবান তৈরী করে পার্শ্ববর্তী বাজিতপুর, কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এসব সাবান বিক্রি করা হয়। নিন্মমানের এসব সাবান কিনে দরিদ্র ও অসহায় মানুষেরা প্রতারিত হচ্ছেন ।
এ বিষয়ে কারখানার মালিক মোঃ শাহআলম জানান কারখানায় সাবান তৈরীর কোন বৈধ কাগজ পত্র নেই । তবে তিনি বিএসটিআইসহ প্রয়োজনীয় কাগজ পত্রর জন্য আবেদন করেছেন ।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, অবৈধ এসব কারখানার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.