নূরুন্নাহার নূর :-
আজ ২১ শে সেপ্টেম্বর বেলা ১১ টার ভৈরব বাসস্ট্যান্ডের উদ্বোধনী সমাবেশের পর প্রায় ১৬০ কিলোমিটারের সুদীর্ঘ সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশের বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন। চেয়ার পারসন উপদেষ্টা ফজলুর রহমান। যুগ্ন মহা সচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
এদিকে রোডমার্চ শুরু হওয়ার আগেই ভৈরব বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় লোকারণ্য পড়ে যায়।বহু লোকজনের ঢল নেমে আসে এই এলাকায়।
অনেক নেতাকর্মী ও সাধারণ জনগণ নিয়ে বাইক,মাইক্রো,ট্রাক,বাস করে রওয়ানা দেন ভৈরব ব্রীজ আশুগঞ্জ পেরিয়ে সিলেটের উদ্দ্যেশ্যে। ব্রাহ্মণবাড়িয়ার মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোর ও মৌলোভীবাজার শেরপুরে তিনটি পথসভার কথা বললো বিএনপি।
পরবর্তীতে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে সমাপনী মিটিং হবে বলে জানা যায়।
এখানেও বক্তব্য রাখেন বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ এবং সিলেটের স্থানীয় নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.