ডেস্করিপোর্ট:
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২১/০৯/২৩’ খ্রি: ০৬.১৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা- সিলেট মহাসড়কে নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি ১।রেহেনা খাতুন (৪২) পিতা-শাহজাহান, সাং-পাঁচটিকি, থানা-ঘাটাইল জেলা-টাঙ্গাইল, বর্তমানে স্বামী-আয়নাল হক সাং-আনাকাছা থানা+জেলা= জামালপুর ২। মোঃ ফারুক হোসেন (৩২), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং- সাদ্দাম বাজার থানা – মাধবপুর, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করে এবং হেফাজত থাকা সর্বমোট ৬ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৬.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।