নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের নারী উদ্দ্যোক্তা ফারজানা আক্তার লিখিত ও মৌখিক পরিক্ষা সহ সার্বিক বিষয়ে ১ম স্থান অধিকার করেছেন।
ময়মনসিংহের মুক্তাগাছায় আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট-এ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সমবায় সমিতির সদস্যদের মধ্যে ১০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিন ব্যাপী ব্লক-বাটিক ও ৫ দিন ব্যাপী হিসাব সংরক্ষন প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষন কোর্সে লিখিত ও মৌখিক পরিক্ষা সহ সার্বিক বিষয়ে ১ম স্থান অধিকার করেছেন ফারজানা।
২১ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকার সময় ফারজানা আক্তারের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হাসিবুর রহমান মোল্লাহ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর প্রশিক্ষক মোহাম্মদ আব্দুর রউফ, প্রশিক্ষনের কোর্স পরিচালক ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর প্রশিক্ষক মোহাম্মদ ইউনুস আলী। ব্লক ও বাটিকের উপর বাস্তব প্রশিক্ষক নুরুন্নাহার জোসনা, সহকারি প্রশিক্ষক নাহিদা আক্তার।
কোর্সে অন্যন্যদের মধ্যে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ (অতি:দা:)যুগ্ন নিবন্ধক কাজী মেজবাহ উদ্দিন আহাম্মেদ, বিভাগীয় সহকারি পরিদর্শক জুবায়ের আহাম্মেদ গালিভ। এবং ভার্চুয়ালে প্রশিক্ষন প্রদান করেন, ময়মনসিংহ বিভাগীয় সমবায় প্রধান ও যুগ্ন নিবন্ধক রবিরুল ইসলাম, ময়মনসিংহের বিচার, অডিট ও আইন বিভাগের উপনিবন্ধক মোহাম্মদ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম,নেত্রকোনা জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল।
আরও উপস্থিত ছিলেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রশিক্ষনার্থী বৃন্দ।
জানা যায়,মুক্তাগাছা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এ ২ থেকে ৬ অক্টোবর ২২ খ্রি: তারিখ পর্যন্ত ৫ ব্যাপী ব্যবস্থাপনা কোর্সের উপর প্রশিক্ষন করেও লিখিত পরিক্ষা সহ সার্বিক বিষয়ে ১ম স্থান অধিকার করেছিলেন ফারজানা।