হুমায়ুন রশিদ জুয়েল :
কিশোরগঞ্জের তাড়াইলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসডিজি ইউনিয়ন কৌশল অংশীজনদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর এর সঞ্চালনায় ও উপজেলার চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড, বদিউল আলম মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,আরো উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর একাউন্টের রেজাউল করিম রেজা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকার সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন,
তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ,
দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া,মাস্টার মতিউর রহমান সহ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উপজেলা শাখার পরিদর্শন কার্যক্রম সমন্বয়কারী রবীন্দ্র সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গ্রাম উন্নয়ন দলের নারী-পুরুষ এবং উজ্জীবক তথ্য বন্ধু ইয়ুথ লিডার্স সহ, নারী নেত্রী এতে অংশ গ্রহণ করে, তাদের মতামত পেশ করেন। তারা জানায়,তাদের একটি স্বপ্ন আছে, আদর্শ গ্রাম করার লক্ষ্যে তারা স্বেচ্ছায় ব্রতী হয়ে কাজ করে যাচ্ছে । ভবিষ্যতে যদি দি হাঙ্গার প্রজেক্ট নাও থাকে,তাহলে, তাদের অভিযান চলমান থাকবে এবং বেগমান থাকবে। অনুষ্ঠান শেষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, ড বদিউল আলম মজুমদার, দামিহা ইউনিয়নের দামিহা গ্রামে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.