মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
বরাবরের মতো এবারও সিএমপি এলাকাসহ সারা চট্টগ্রামে ধারাবাহিক নানা কার্যক্রম ও জমকালো নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাড়া জাগানো ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতনিবিময় সভা অনুষ্ঠিত।
অদ্য ১৯সেপ্টেম্বর,দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় তিনি পবিত্র মিলাদুন্নবী (স:) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জ আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.