মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে, সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।
পরিবার সুত্রে জানাযায়, বেশকিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ধাতব্য চিকিৎসায় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শ নিলে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ পায়’। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন তিনি জানান, কয়েকদিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.