শাল্লা- (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ-২দিরাই-শাল্লা আসনের সাংসদ ড.জয়া সেনগুপ্তা বলেছেন, ‘শাল্লা উপজেলাটি অত্যন্ত দুর্গম, শাল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি বছর কোটি-কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। অথচ এই উন্নয়নের ধারা দেখে আমি অবাক হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ও গোপালগঞ্জ কে এক মনে করেন সুনামগঞ্জে হাওর আর গোপালগঞ্জে বাওর জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা চলবেনা।
মুক্তিযোদ্ধের চেতনা আর কিছু নয় মুক্তিযোদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযোদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিল তখন কেউ বলেনি আমি কি হিন্দু, মুসলিম , কিংবা খৃষ্টান ।
আমি শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সকল শহীদদের স্মরণ করছি।
সেই সাথে আমার প্রয়াত স্বামী এলাকার বার বার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমার স্বামীর কাছে যখন যারা যেত দেখতাম তারা হিন্দু-মুসলিম ভাই ভাই।
তাদের কাছে কোন সাম্প্রদায়িকতা ছিলনা।
যারা শাল্লার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এখন থেকে তাদের চিহ্নিত করে রাখবেন।
আপনাদের সকল দুঃখ-দুর্দশার কথা এখন থেকে আমাকে বলবেন, উন্নয়ন কোথায় হয়নি তাও আমাকে বলবেন, আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম -আছি, থাকব।'
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল ৪টায় উপজেলার শাসখাই ফুটবল খেলার মাঠে হবিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, ‘দিরাই-শাল্লার রাস্তার কাজও চলমান রয়েছে; ফলে এই দুঃখ আর বেশিদিন ভোগ করতে হবে না অত্র এলাকার জনসাধারণকে ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিবেন।
আমি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে আসতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে হবে।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং
শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর
ও শাল্লা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাসের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন-দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাধা কান্ত দাস,
শাল্লা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক
,শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাশ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুবক্কর মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, শাল্লা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিহির কান্তি রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস , বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক সম্পাদক মিহির রঞ্জন দাস, শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মিঠু চন্দ, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিশ্বরূপ দাশ,
উন্নয়ন ও শান্তি সমাবেশে শাল্লা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী সহ এলাকার নানা শেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.