ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামী ও সমমনা রাজনৈতিক দল সমূহের সমন্বয়ে একটি শক্তিশালী জোট গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে এনেছেন এ জোট গঠনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ জোটের মূল নেতৃত্বে থাকছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম. এ আউয়াল।
এ জোট গঠন প্রক্রিয়ার অন্যতম দায়িত্বশীল ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান জানান, গত এক সপ্তাহব্যাপী ধারাবাহিকভাবে জোটে যোগদানকারী দলগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে দলের কলাবাগানস্থ কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম. এ আউয়াল এর সভাপতিত্বে সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং ১১ টি দলের সমন্বয়ে এ জোট গঠিত হবে।
এ জোটে ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ তরীকত ফ্রন্ট, ইসলামিক লিবারেল পার্টি, গণ আজাদী লীগ, সাধারণ ঐক্য আন্দোলন, বাংলাদেশ জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ অধিকার পার্টির সমন্বয়ে এ জোট গঠিত হবে এবং আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.