তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী ভিডিও কলের মাধ্যমে অনুষ্টানের উদ্বোধন করেন, নান্দাইল পৌর-মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) নান্দাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি ও অত্র শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা জাকির হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে ও মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সমাজ সেবক এ হান্নান আল আজাদ,বিশিষ্ট ব্যাবসায়ী শামছুল হুদা সবুজ, আল আমিন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বোরহান উদ্দিন, ফরিদ মিয়া, শিক্ষার্থী স্বপনা আক্তার, রিতু আক্তার সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.