সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহী নগরীর একমাত্র ভিআইপি রোড বলে বিবেচিত বিমানবন্দর সড়কের একাংশ দখলপূর্বক প্রায় চল্লিশটি অস্থায়ী দোকানঘর নির্মাণ করার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। নওদাপাড়া বাজার কমিটির সেক্রেটারি আব্দুস সাত্তারের বিরুদ্ধে এই অভিযোগ করেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে সেই অভিযোগের সত্যতাও মেলে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, গত ১ সেপ্টেম্বর নওদাপাড়া স্কাউট ভবনের পশ্চিমপাশের্^ নির্মাণাধীন চারলেন রাস্তার পূর্বদিকের ফুটপাত ও রাস্তার উন্মুক্ত অংশে নওদাপাড়া বাজার কমিটির সেক্রেটারি দুটো ব্যানার লাগিয়ে দেয়। ব্যানার লাগানোর কয়েকঘন্টা পরেই সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে সেখান থেকে ব্যানারটি সরিয়ে নিতে বলেন। এবং ঐস্থানে যেনো কোন প্রকার অবৈধ দোকনঘর তৈরি করতে নিষেধ করেন।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জাননা, সেক্রেটারি সাত্তার দলীয় ক্ষমতা দেখিয়ে সড়ক বিভাগের লোকজনদেরকে বলেন, আপনারা এখন চলে যান আমি আপনাদের চীফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে ২ সেপ্টেম্বর দেখা করে অনুমতি নিয়ে নেবো। এবং ওইদিন (১ সেপ্টেম্বর) রাতেই কমিটির সেক্রেটারি নিজে দাড়িয়ে থেকে তার লোকজন দিয়ে সরকারি রাস্তা দখলপূর্বক অস্থায়ী দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন।
এবিষয়ে অভিযুক্ত মার্কেট সেক্রেটারি আব্দুল সাত্তারের কাছে ফোন করে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেয়র লিটন সাহেব ও দুই কাউন্সিলর (১৭ ও ১৮ নং ওয়ার্ড) এর অনুমতি সাপেক্ষে এখানে অস্থায়ী ভিত্তিতে মার্কেটের দোকানঘর তৈরি করা হচ্ছে। রাসিকের চলমান মার্কেটটি নির্মাণ শেষ হলে সেখানে ব্যবসায়ীদেরকে পুণরায় স্থানান্তর করা হবে। উল্লেখ্য, বর্তমানের আধাপাঁকা মার্কেটটিতে প্রায় আশিটি দোকানঘর আছে। সড়ক বিভাগের জায়গায় মেয়র মহোদয় কিংবা কাউন্সিলরদের কি অনুমিত দেবার এখতিয়ার আছে জানতে চাইলে সাত্তার আবারো পূর্বের উত্তরেই অটল থাকেন।
সাত্তারের কথামতো ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওটাতো সড়ক বিভাগের জায়গা। তাছাড়া রাস্তাটি এখন চারলেনে উর্ণীত করনের কাজ চলছে। সেটাতো আমার পৈত্রিক সম্পত্তি না যে, আমি অনুমতি দেবো। মেয়র মহোদয়ও সেখানে মার্কেট নির্মাণ করতে বলেননি। একই উত্তর দেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা।
এবিষয়ে সড়ক বিভাগের সাথে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, গতকাল ২ সেপ্টেম্বর নওদাপাড়া বাজার কমিটির সম্পাদকসহ বেশকিছু লোকজন অফিসে এসেছিলেন। কিন্তু প্রধান প্রকৌশলী ঢাকাতে অবস্থান করার কারণে উনারা দেখা করতে পারেনি। তবে, সড়ক বিভাগের জায়গাতে অবৈধ দোকানঘর নির্মাণ করার অনুমতি তাদেরকে দেয়া হয়নি বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, মাসখানেক আগেও ঐ একই স্থানে নওদাপাড়া সাপ্তাহিক হাট বসেছিল। তাদেরকেও সড়ক বিভাগ মাইকিং করে উচ্ছেদ করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.