মোঃ মিজানুর রহমান রিপনঃ
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের কার্যকরি কমিটির প্রথম সভা আজ ০২ সেপ্টেম্বর শনিবার ইউনিটের কার্যালয়, রঙমহল গলি, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। ইউনিটের সাধারণ সম্পাদক কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি দৈনিক মর্ণং গ্লোরির কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে কার্যকরি কমিটির সভায় বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি হাওর টাইমসের সম্পাদক ও দৈনিক স্বাধীনমতের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি দৈনিক শতাব্দীর কন্ঠের মফস্বল সম্পাদক মোঃ শামছুল আলম শাহীন, সহ-সভাপতি দৈনিক আজকের সংবাদের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ কাঞ্চন সিকদার, যুগ্ম-সম্পাদক দৈনিক ভোরের সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের দর্পণের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, অর্থ সম্পাদক ওয়েপ নিউজের সম্পাদক ও দৈনিক আজকালের সংবাদের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক দৈনিক সবুজ সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম চুন্নু, কার্যকরি সদস্য দৈনিক ডেসটিনির কিশোরগঞ্জ প্রতিনিধি এড. রফিকুল ইসলাম ভূইয়া কামাল, দৈনিক ভোরের আকাশের কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন রশীদ জুয়েল ও দৈনিক একুশের বানীর কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম প্রমুখ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে মতামত প্রদান করেন এবং কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটকে একটি ব্যতিক্রমধর্মী, স্বচ্ছ, শক্তিশালী সংগঠন গঠন করা ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার বিষয়ে অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.