সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক হাছু মেম্বার (৮০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (০১ সেপ্টেম্বর্) বিকেলে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে, শুক্রবার (০১ সেপ্টেম্বর্) সকাল ৯টায় উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের নিজ বাড়িতে শারীরিক অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতারা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.