সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
নাটোরের লালপুরে যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার অন্যতম পলাতক আসামী হালিমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৬টায় র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব-৫ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারের পর হালিমকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এতে বলা হয়, র্যাব-৫ প্রযুক্তির মাধ্যমে জানতে নাটোরের যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার (লালপুর থানার মামলা নং-২০/২৭৪, তারিখ ২০/০৮/২০২৩) অন্যতম আসামী হালিম চুয়াডাঙ্গার দর্শনায় আত্মগোপন করে আছে। এরপরই নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা অভিযান পরিচালনা করে। এসময় হালিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট আসামী হালিম এবং দলবল নিয়ে যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম এবং তার দল মোটরসাইকেল পার্কিং এর অজুহাতে লালপুরের নানদা (নান্দ) গ্রামের বটতলায় নাজমুলের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে নাজমুলকে হালিম এবং জিয়া ছুরিকাঘাত করে। এ ঘটনায় নাজমুল মারা যায়। তবে ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার এজাহারের উপর ভিত্তি করে ছায়া তদন্ত করে র্যাব-৫
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.