মোস্তফা শাওন
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩০শে আগস্ট বুধবার বিকাল পাঁচটা কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম এর সঞ্চালনায় ও সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলার সভাপতি আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কিশোরগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের কার্যকারি সদস্য আনোয়ার কামাল, ডেপুটি কমান্ডার বশির উদ্দিন ফারুকী,সহ কারি কমান্ডার দপ্তর মোঃ হাবিবুর,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলমগীর কবির সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হাসান,সহ-সভাপতি সারোয়ার আলম মাসুদ, সহ-সভাপতি ফাইজুল ইসলাম সংগ্রাম,সাধারণ সম্পাদক জামিল আনসারী,সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল হক পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক নাজমুল আলম আঙ্গুর, আত্ম সম্পাদক আতিকুল হক টিটু,কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার লাকী, মোঃ আবু হানিফ, এ সময় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে শক্তিশালীভাবে কাজ করার জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের কাছে জোর দাবি জানান তিনি,
বক্তারা আরো বলেন ১৯৭৫ এর ১৫ আগস্ট পৃথিবীর
এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.