মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মামুন শেখ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আজ বুধবার(৩০ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মামুন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত নুরুল ইসলাম শেখ মহনের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্ত মামুন শেখ পলাতক রয়েছেন।
মামলার বিবরনে প্রকাশ, ২০১৮ সালের ২৭ মে সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্বারে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। অভিযান চলাকালে ডিবি পুলিশ জানতে পারে পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মাদক দ্রব্য বেঁচাকেনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদপুর যুগান্তর সংসদ ক্লাবের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৯০ গ্রাম হেরোইন সহ মামুন শেখকে আটক করা হয়।
এঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১০ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ মামুন শেখকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.