সাব্বির আহমেদ মানিক :-
কিশোরগঞ্জের বাজিতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ আগস্ট সোমবার বিকেলে হালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশীরা বক্তব্য দেন।
তারা বলেন ’’গত সাড়ে ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করলেও বাজিতপুর-নিকলী উপজেলায় এর তেমন ছোয়া লাগেনি। বর্তমান এমপির অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও আত্মীয় করনে প্রকৃত আওয়ামী লীগ কোনঠাসা। নব্য আওয়ামী লীগ ও তার আত্মীয়-স্বজন কাছে বাজিতপুর-নিকলীর মানুষ জিম্মি। দলের ত্যাগী নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তারা চাই পরিবর্তন, সাধারণ মানুষেরাও চাই পরিবর্তন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসনে নৌকার মাঝি পরিবর্তন হবে । আর সে জয় নিশ্চিত করতে পাঁচ মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। আমাদের মধ্যে হতে যে কেউ মনোনয়ন পেলে তার হয়ে কাজ করবো ।’’
এই সময় অন্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে আসনটিতে নৌকার প্রার্থীর পরিবর্তন আনতে হবে। বর্তমান সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলে নৌকার ভরাডুবি হবে।
হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ নূরুন্নবী বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহাম্মদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ রফিকুন্নবী সাথী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জল, বাজিতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ডা. আজগর আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আরকান মিয়া, মোস্তাফিজুর রহমান রাজু, বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন। হিলচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, হিলচিয়া যুবলীগ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, হালিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি রমজান মিয়া. উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.