নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে সাসপেন্ডকৃত পুলিশ কনষ্টেবল হাফিজুর রহমান সোহাগ (৪৫) 'র কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্মিতব্য প্রবাসীর বাসায় গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানিসহ অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ও ন্যায় সঙ্গত আইনী সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী নারী।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলা সদর পুলিশ লাইন্স সংলগ্ন মোকশেদপুর এলাকায়।
আজ সোমবার (২১ আগষ্ট) দুপুরে গৌরাঙ্গ বাজারস্থ কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট এর কার্যালয়ে শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী নাদিয়া আক্তার সংবাদ সম্মেলন করেছে।
ভুক্তভোগী হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের সৌদি আরব প্রবাসী দিলকুল ইসলামের স্ত্রী নাদিয়া আক্তার (৪১)। বর্তমান বসবাস-মোকশেদপুর পুলিশ লাইন্স সংলগ্ন।
সংবাদ সম্মেলন ও থানার অভিযোগ সুত্রে জানা যায়, মোকশেদপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রবাসীর স্ত্রী সন্তানাদী নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি প্রবাসীর ক্রয়ক্রিত ভূমিতে বাসা নির্মাণের কাজ চলছে। তাই প্রতিদিন দেখভাল করার জন্য ভাড়া বাসা থেকে যেতে আসতে হয়। এই আসা যাওয়ার পথে অভিযুক্ত সোহাগ মিয়া নানা রকম উত্যক্তসহ কুপ্রস্তাব দিত।
সংবাদ সম্মেলনে নাদিয়া আক্তার বলেন,
গত ১৪ আগষ্ট সোমবার দুপুর ২ টা পর্যন্ত রাজমিস্ত্রিরা হাফ বেলা কাজ করিয়া চলে যায় ফলে বিকাল ৪ টার সময় আমি একা মুকশেদপুর পুলিশ লাইন্স সংলগ্ন আমাদের নির্মানাধীন বিল্ডিং এর কাজ দেখতে যাই। আমি ভাড়াটিয়া ঘড় হইতে আমাদের নির্মানাধীন বিল্ডিংয়ে যাওয়ার পর নিরিবিলি পাইয়া উক্ত সোহাগ তাহার ঘর হইতে আমাকে দেখিয়া আমার নির্মানাধীন বিল্ডিং এ আসিয়া অসৎ উদ্দেশ্যে আমাকে পিছন দিক হইতে জাবরাইয়া ধরে আমার শ্লীলতাহানি করে এবং আমার ঘরে থাকা প্লাস্টিকের পাইপ নিয়া বাহির হইয়া আমার বাম হাটুসহ আমার সারা শরীরে রক্তাক্ত নীলা ফুলা জখম করে । এবং এ ঘটনায় মামলা করলে আমার মেয়েকে অপহরণ করবে বলে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর দাবি জীবনের নিরাপত্তা ও আইনি প্রতিকার দাবি করেন নাদিয়া আক্তার।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই হাসান সাংবাদিকদের জানান, ঘটনা সত্য তবে সাক্ষী নেই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.