সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহীর তানোর থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারে এ অভিযান চালায়।
আটক মাদক ব্যসায়ীর নাম শামীম ইসলাম (৩২)। তিনি তানোর পৌরসভার ৯নং ওয়ার্ডের শফিকুল ইসলামের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তানোর গোল্লাপাড়া বাজারে কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদ পাওয়ার পর র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে র্যাব শামীম ইসলামকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৯শ’ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আটক শামীমকে তানোর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.