মোয়াজ্জেম হোসেন :
নওগাঁর মান্দায় মহাসড়কে ছিটকে পড়া ফেনসিডিল লুটের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৭ ঘটিকার দিকে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর দিক থেকে রাজশাহীমুখী এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলযোগে ( নীল রং যার নম্বর রাজশাহী- ল-১১-৫৫৯৬ ) দুই যুবক দ্রুত গতিতে যাচ্ছিলেন।
মৎস্য আড়তের সামনে সজোরে ব্রেক কসলে, আড়তের গড়িয়ে পড়া পানিতে পিছলে, পিছনে বসা যুবকের হাতে থাকা ফিডের বস্তার মধ্যে পলেথিনে মুড়ানো বস্তাটি ছিটকে পড়ে যায়। বস্তা ফেটে প্রায় দুই শতাধিক ( ১০০ এমএল ) নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল রাস্তার দু'ধারে গড়িয়ে পড়ে। সাথে সাথে মোটরসাইকেল আরোহী দুই যুবক মোটরসাইকেল ফেলে দক্ষিণ দিকে দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের একটি পাদানি ভেঙ্গে গেছে।
নিমিষে মৎস্য আড়তের আশপাশের থাকা উৎসক জনতা যে, যার মত ফেনসিডিলের বোতলগুলো কুড়িয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা মোটরসাইকেলটি নিরাপদে সরিয়ে নিয়ে মান্দা থানা পুলিশকে ফোনে অবহিত করেন।
অসমর্থিত একটি সূত্র জানায়, প্রতি বোতল ফেনসিডিল পাইকারি ১ হাজার পাঁচ শত থেকে ১ হাজার ছয় শত টাকা, খুচরা ২ হাজার পাঁচ শত টাকা থেকে ২ হাজার ছয়/ সাত শত টাকা মূল্য।
এ ঘটনায় সাবাইহাট এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
মুঠোফোনে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হকের নিকট জানতে চাইলে, তিনি মোটরসাইকেলটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখার জন্য বলেন। অপর প্রশ্নের জবাবে তিনি জানান , মামলা হতে পারে তবে, আলামত ছাড়া মাদক মামলা গ্রহণ করা যায় না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.