ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার।
অদ্য ১৫-০৮-২০২৩ খ্রি. রাত্রি ০৩.১৫ ঘটিকায় ২ (দুই) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার পশ্চিম তারাপাশা এলাকায় মোছা. কুলসুম (৩৬)কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে নারী পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। ধৃত মোছা. কুলসুম (৩৬) কিশোরগঞ্জের সদর উপজেলার পশ্চিম তারাপাশা সিদ্ধেশ্বরী বাড়ি এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
অদ্য ১৫-০৮-২০২৩ খ্রিস্টাব্দে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক অদ্য রাত্রি ০৩.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মোছা. কুলসুম (৩৬)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদর থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.