1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী উপহার ট্যাব বিতরণ করেন এমপি লিপি

  • প্রকাশ কাল রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার পড়েছে

শাফায়েত নাজমুল : কিশোরগঞ্জ সদর উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর – হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি | রোরবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৷ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান , মানবিক ও বাণিজ্য বিভাগের মোট ৫১২ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী এ উপহার ট্যাব বিতরণ করা হয়েছে ৷ এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান , ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাঈদ আহমেদ৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান , শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনগণ উপস্থিত ছিলেন ৷ এর আগে সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST