ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জে কুলিয়ারচর থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তাসলিমা (২০)কে ফিরে পেল বাবা-মা।
১১-০৮-২০২৩ খ্রি. রাত্রি ২৩.২০ ঘটিকায় কুলিয়ারচর থানা এলাকার মাদবদী নামক স্থানে মানসিক ভারসাম্যহীন মোসা. তাসলিমা (২০) নামে একজন যুবতী মেয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে কুলিয়ারচর থানার একটি টিম এএসআই/ মো. রেহান উদ্দিনের নেতৃত্বে নারী কনস্টেবল ববি আক্তারসহ নারী পুলিশের সহায়তায় মোসা. তাসলিমা (২০)কে থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি হেল্প ডেক্সে রাখা হয় ও তাকে পাহারার দায়িত্বে নারী পুলিশ নিয়োগ করা হয়। মোসা. তাসলিমা (২০)কে জিজ্ঞাসাবাদে তার পিতা- মোঃ আবুল মিয়া, সাং- কুড়ের পাড় (বড় বাড়ী) থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, বর্তমানে- বিজয় পাড়া, থানা- নবীনগর, জেলা- ব্রাক্ষণবাড়িয়া (মোবাইল- 01708687233) বলে জানান। পরবর্তীতে মোসা. তাসলিমা (২০)এর পিতাকে সংবাদ প্রদান করিলে তিনি অদ্য ১২/০৮/২০২৩ খ্রি. কুলিয়ারচর থানায় এসে জানান যে, তার মেয়ে তাসলিমা (২০) প্রায় ৪/৫ বৎসর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। মানসিক ভারসাম্যহীন তাসলিমা (২০) গত ১০/০৮/২০২৩ খ্রি. সকাল ০৫.৩৫ ঘটিকার সময় বাড়িতে কাউকে কিছু না বলে বাহির হয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর তাসলিমা (২০) এর বাবা-মা সম্ভাব্য সকল স্থানে গত ০৩ (তিন) দিন যাবৎ অনেক জায়গা খোঁজাখুঁজি করে তাকে পায় নাই।
পরবর্তীতে অদ্য ১২-০৮-২০২৩ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকায় কুলিয়ারচর থানা হতে ভিকটিম তাসলিমা (২০)কে তার পিতা মো. আবুল মিয়ার নিকট সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.