শাফায়েত নাজমুল , কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ, নীলগঞ্জ ও তাড়াইল সড়কের ৩২৮০ .০০ মিটার চেইনেজ ১৫.০০ মিটার দৈর্ঘ্য নবনির্মিত শোলমারা ব্রিজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর - হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি | শনিবার বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলমারা ব্রিজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান , সদর উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক , সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সহ স্থানীয় আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ৷ পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন ৷ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.