সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি কতৃক চতুর্থ আশ্রয়ন প্রকল্পের ২য় পর্যায়ের গৃহহীনদের ঘরসহ উপজেলা ও জেলা সদরে যাতায়াতকারী জনগুরুত্বপূর্ণ দুটি রাস্তা ও একটি দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকৃত এসব প্রকল্পের মধ্যে রয়েছে, ভূমিহীন ও গৃহহীন মধ্যে থাকার ঘর বিতরণ, হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের বশিকুড়া হতে বীরপাইকশা প্রফেসর কামাল হাউজ পর্যন্ত রাস্তা পাকাকরণ উদ্বোধন, ঠাডারকান্দা বাজার হতে জিল্লুর রহমান স্মরণী পর্যন্ত রাস্তার পাকাকরণ উদ্বোধন ও উপজেলার ঐতিহ্যবাহী আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও ওইদিন দুপুরে হোসেনপুর উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি। অনুষ্ঠানে- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান খান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, সাবেক ডিপোটি কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিমন ঢালী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আরাফাতুল ইসলাম নান্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, প্রভাষক হাকিম তানিম,সাবেক উপজেলা ছাত্র লীগ এর সভাপতি আলমগীর হোসেন টুটুল,
উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।,
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.