আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৮২ শিক্ষার্থী মাঝে শিক্ষা সহায়তা হিসেবে ট্যাব পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব দেওয়া হচ্ছে।০৯,০৮,২০২৩ ইং রোজ বুধবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাব বিতরণ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু)।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নার আপেল, উপজেলা-সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, আদমশুমারির কাজে ব্যবহৃত ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপে ২১০টি ট্যাব বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে আরও ৪৮২টি ট্যাব বিতরণ করা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে আজ বুধবার পাকুন্দিয়া উপজেলা তিনটি স্কুল ও একটি কামিল মাদ্রাসা ২৬জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এসব ট্যাব বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.