ফারজানা আক্তার,কুলিয়ারচর প্রতিনিধিঃ
কুলিয়ারচরে ৭ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুলিয়ারচরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ,উপজেলা প্রশাসনিক সহকারি কর্মকর্তা মোঃ আরৃান হোসন, সিএকাম কম্পিউটার ফজলুর রহমান পটল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো:মুক্তার হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সুশীল সমাজের লোক প্রমুখ।
কুলিয়ারচর উপজেলায় চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) জমি ও গৃহ হস্তান্তর করা হবে ৩৬ পরিবারকে। এ নিয়ে উক্ত উপজেলায় ১৪৩টি পরিবার প্রধানমত্রীর দেওয়া উপহারের ঘর পাবে।