, মোঃ ছাবির উদ্দিন রাজু :
ভৈরবে মেঘনা নদীতে অবৈধ নৌ- যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌ- পুলিশ। আজ বুধবার সকালে নৌ – পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ টি বলগেটকে আটক করে। পরে বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়। অন্য ২ টি বলগেটের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ। এ সময় অভিযানে সাথে ছিলেন ভৈরব নৌ- থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এ বিষয়ে নৌ- ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়া জানান, নদীতে অবৈধ নৌ- যান চলাচল ও বেপরোয়া গতিতে চলার কারণে আজ অভিযান পরিচালনা করে ৫ টি নৌ- যানকে আটক করা হয়েছে । এর মধ্যে ৩ টির বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অমল চন্দ্র দাস ও স্বপন মিয়ার বলগেটের কাগজপত্র দেখাতে না পারায় এ ২ টি বলগেটের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি জানান আমাদের অভিযান অব্যাহত আছে।