সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে প্রতিবেশীর দোকানে হামলা-ভাঙচুর, টাকা ও গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে ওঠেছে। এ সময় দুই জন আহত হয়। এতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়,গত দুই সপ্তাহ আগে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ সুজন মিয়ার(২৮) একটি এন্ড্রয়েড মোবাইল মোবাইল ফোন হারিয়ে যায়। ওই হারিয়ে যাওয়া মোবাইলটি উপজেলার কাওনা গ্রামের এঙরাজ মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০) কুড়িয়ে পাওয়ার পর তা ফেরত দিতে সুজনের নিকট তিন হাজার টাকা দাবি করেন। এরই ধারাবাহিকতায় সুজন তার দাবিকৃত টাকা ফেরত দিয়েও মোবাইলটি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। এ নিয়ে ওই দুই জনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ঝগড়ার সৃষ্টি হয়।এ ঘটনার জেরে গত ২৮ জুলাই সন্ধ্যায় হৃদয় মিয়া চিহ্নিত কিশোর গ্যাংয়ের লোকজন নিয়ে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল সালামের ছেলে আব্দুল কালামের(৫০) বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় কালামের স্ত্রী এসনাহার(৪৫) প্রতিবাদ করলে হৃদয়মিয়ার সঙীয় লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।এক পর্যায়ে এসনাহারের গলা হইতে একটি ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। এসময় ওই গৃহবধূর ডাক চিৎকারে পাশের মুদি দোকানদার সুমন মিয়া(৩৫) রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে হামলাকারীরা একত্রিত হয়ে পাশের সুমনের দোকানে হামলা ও ভাঙচুর করে দোকানের ক্ষতি সাধন করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে । খবর পেয়ে আশ-পাশের সুজন মিয়া, আবুল কাশেম,হাইয়ুল মিয়া ও বাবুল মিয়াসহ অন্যরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ কালাম বাদী হয়ে হোসেনপুর থানায় গত ২৯ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ন্যায়বিচার প্রার্থনা করেন। অভিযোগ দায়ের পর হোসেনপুর থানার এস আই শাহীন ঘটনার স্থান পরিদর্শন করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.