ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন বিদ্যালয়ে দুদক(দুর্নিতী দমন কমিশন) এর সততা ষ্টোর থেকে সততা সংঘের সদস্যদের মাঝে পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
১ আগষ্ট( মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়,বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,এমাদ উদ্দিন উচ্চ বিদ্যলয় ও ফরিদপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সততা স্টোরের অর্থ প্রদান করেন জেলা দুদক কার্যালয় উপ সহকারি পরিচালক জাবেদ হোসেন সজল।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নিতী দমন কমিটির সহ-সভাপতি ও কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর মো.রফিক উদ্দিন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃফজলুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের সদস্য বৃন্দ প্রমুখ।
জাবেদ হোসেন সজল জানান, প্রতিটা বিদ্যালয়ে একটি করে সততা ষ্টোর হবে এবং ১১ সদস্য বিশিষ্ট "সততা সংঘ" নামে সংগঠনের সদস্যদেরকে সততা ষ্টোর থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।আর এই উপকরন দিচ্ছে জেলা দুর্নিতী দমন কমিশন কার্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নিতী দমন কমিটির সাধারন সম্পাদক মোঃরফিকুল বাহার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.