ফারজানা আক্তার, স্টাফ রিপোর্টারঃ
জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ। এ কথা বলেছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এহেসান কুফিয়া।তিনি সাধারন জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার আদায়ে নানা কর্মসূচী পালনের পাশাপাশি দলীয় কর্মসূচীতেও কর্মীদের নিয়ে রয়েছেন সক্রিয় ভূমিকায়।
তিনি বলেন, আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন চাই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণ যেন ভোট কেন্দ্রে গিয়ে নিরপেক্ষ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি সাবেক পৌর মেয়র ছিলাম, আমার পিতা আবদুল্লাহ বুরহান কুফিয়া একাধারে ২৮ বছর ও চাচা এয়াকুব কুফিয়া ৭ বছর পৌর চেয়ারম্যান ছিলেন। আমরা নিজেদের হাতে বাজিতপুরের উন্নয়ন করেছি।
পৌর বিএনপির সাধারন সম্পাদক জসিম মাহমুদ জসিম বলেন, আমার রাজনৈতিক জীবনে তার মত সৎ ও নিরপেক্ষ নেতা খুঁজে পাইনি।
উপজেলার খেটে খাওয়া সাধারণ লোকজন বলেন, এহেসান কুফিয়া সৎ, নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তি। তিনি যদি এমপি হয়ে আমাদের মাঝে আসেন তাহলে আমাদের অধিকার আদায় হবে।একজন যোগ্য নেতা পাব আমরা। বর্তমানে বাজিতপুর- নিকলীতে চলছে ত্রাসের রাজত্ব। আমরা সাধারণ মানুষ সঙ্কামুক্ত ভাবে বাঁচতে চাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.