অধ্যক্ষ ড. গোলসা আরা বেগম
পেটে ডাল ভাত নেই
অপুষ্টিতে ভুগছি
হাজারও অশান্তির মাঝে
অবহেলায় বেঁচে আছি।
বুক ভরা ভালোবাসা
হাতে পায়ে ক্লান্তি
আশায় বুক বেঁধে রাখি
দুখের থালায় পাবো শান্তি।
যা চাই তা পাইনা
জীবন মানে যন্ত্রণা
নুন আনতে পান্তা ফুরায়
ফুটপাত আমার ঠিকানা।
দু'মুঠো ভাতের খুঁজে
মাথা কুটে মরছি
লবন লংকার জীবনে
স্বপ্ন বুনে ঘুরছি।
কার কি আসে যায়
কে রাখে কার খোঁজ
সবাই থাকে দুধে ভাতে
বুঝে শুধু নিজের বুঝ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.