কলম* মোনালিসা নায়েক*
যে বয়সে কলম ছোঁয়
আঁকিবুকি ধরণ
বয়স বাড়ার সাথে কারও
কিবা প্রয়োজন!
কেউবা আবার উৎসাহ পায়
কলম ছাড়েনা
সেই শপথে দীর্ঘজীবন
খ্যাত নামখানা।
কলম ধরে ব্যর্থ ভাবনা
কঠিন -দুঃসময়
সেই কলমেই মর্ম থাকে
প্রতিভার জয়।
কলম তুমি থমকে যেও কলঙ্ক যেখানে
কলমগুনে বাঁচতে শেখা জীবনের মানে।
কলম তুমি থমকে যেও
কলঙ্ক যেখানে
কলমগুনে বাঁচতে শেখা
জীবনের মানে।
মোনালিসা নায়েক
পশ্চিমবাংলা
ভারত
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.