1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

বেলাবতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২২৭ বার পড়েছে

বেলাব(নরসিংদী)প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষিপুর মিস্ত্রীপাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর পূর্বশত্রুতার জেরে হত্যার হুমকি,নারী নির্যাতনও চাদাবাজির বিরোদ্ধে মানববন্ধন করা হয়েছে। ২৪ জুলাই সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ভোক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন গোপাল সূত্র ধরের ছেলে পল্টন সূত্র ধর।
অভিযোগপত্রে উল্লেখ্য করেন,বিজয় সূত্রধর ও সুজন সূত্র ধরের সহযোগিতায় একই এলাকার আঃ সালাম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও রফিক মিয়ার দুই ছেলে রুবেল, জুয়েল,আনিসুর রহমানের ছেলে আলমাছ
ও মিলন মিলার ছেলে মামুনসহ ১৫-১৬জনের একটি সন্ত্রাসীদল বিভিন্ন সময় হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল,চাদা দিতে অস্বীকার করলে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে,বাড়িতে হামলা চালায়। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না।এমতাবস্থায় পাড়ার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোক্ত রফিক মিয়া বলেন,আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,কতিপয় লোকদের টাকার বিনিময়ে এখানে এনে মানববন্ধন করিয়েছে।আমি সুষ্ঠু বিচার চাই।নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল বলেন,এ ব্যাপারে আমাকে গতকাল অবগত করেছে। আমি উভয় পক্ষকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছি।উপজোলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন,আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST