উৎসর্গ ইমরান শিকদার ক
কলমে-নূরুন্নাহার
তারিখ-১৯-০৭-২০২৩
অমায়িক এক চেহারা তোমার
মিষ্টি মুখের হাসি,
অধিকাংশ জনেই বলে যে
তোমায় ভালোবাসি।
কি চমৎকার লাগে তোমার
মিষ্টি মধুর গান,
দ্রুত থেকে দ্রুত গতিতেই
বাড়ুক তোমার মান।
কত শত দর্শক পাগল আজ
তব মধুর সুরে,
তোমার ই লাইভ শুনতে সবাই
সদা পিছে ঘুরে।
আবেগ ঘন কণ্ঠে যখন ই
কবিতা করো পাঠ,
মনে হয় তখন শিশুই আছো
বয়স তোমার আট।
সেদিন তোমায় দেখলাম ভালো
নাট্যকার ও বটে,
সীমা হীন এক মেধাও আছে
তব ছোট্র ঘটে।
ছোট্ট মাথায় তোমার গুণের
কি করবো বিবৃতি,
এমন সাহস নাই যে তোমায়
করিবো আবৃত্তি।
সব মিলিয়ে তুমি বহু গুণী
তাইতো বাসি ভালো,
দোয়া করি তব সংসারের
ফুটুক সদা আলো।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.