আবু হানিফ পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের পুলের ঘাট আজহারুল উলুম দাখিল মাদ্রাসা আক শনিবার (২৩জুলাই) সকালে এ সভার আয়োজন করে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দায়িত্বে থাকা আট নম্বর বিট পুলিশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।
পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পদিরশর্ক (এসআই) আছাদজামান সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম ও পাটুয়াভাঈা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন ।
পাটুয়া ভাঈা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম নিরস্ত্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুপার আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম জাফরুল্লাহ ইসলাম । সভাপতি পুলের ঘাট বাজার বণিক সমিতি প্রমুখ।
সভায় গ্রামবাসী ও বক্তারা দাবি করেন, পুলের ঘাট এলাকায় ব্যাপক হারে জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গরু চুরিও। জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এ থেকে রেহাই চান তারা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.