ডেস্ক রিপোর্ট : ৫ টি মামলায় সাজাপ্রাপ্তসহ ১৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী আনসার (৫০) কে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) নির্দেশে গঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ একটি চৌকস টিম এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলীর নেতেৃত্বে ২০-০৭-২০২৩ খ্রি. তারিখ রাত্রি ২২.০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন হয়বত নগর এলাকা হতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ০৫(পাঁচ)টি মামলায় কারাদণ্ডপ্রাপ্তসহ ১৩(তের)টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী আনসার (৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সৈয়দ আলী আনসার (৫০) কিশোরগঞ্জের সদর উপজেলার শোলাকিয়া সাহেব বাড়ি এলাকার মৃত সৈয়দ আলী বাকারের ছেলে।
তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পলাতক ছিলেন।