রমজানআলী, জুয়েল -বেলাব(নরসিংদী) প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাবতে এক ভুয়া এন এস আই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ভূয়া এন এস আই কর্মকর্তার সৈকত হোসেন ভূঁইয়া(তপু) বুধবার (১৯জুলাই)সকাল ২২.৩০ঘটিকায় উপজেলার গ্র্যান্ড নবাব এন্ড রেস্টুরেন্টের কাছ থেকে তাকে আটক করা হয়।তিনি উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর গ্রামের সাখাওয়াত হোসেন ভূঁইয়ার ছেলে।বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,এস আই মোঃ নাঈমুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।এসময় তার কাছ থেকে ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার প্রকৃত নাম সৈকত হোসেন ভূইয়া@ তপু।সে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই)পরিচয় দিয়ে ভূয়া ফেসবুক আইডি খুলে মেসেঞ্জারে এর মাধ্যমে
চাকরির ইন্টারভিউ পাশ করিয়ে দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।এ ব্যাপারে বেলাব থানা এসআই(নিরস্ত্র) মোঃ নাঈমুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভূয়া এনএসআই পরিচয়দারী ব্যাক্তির সন্ধান পাই,ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে গ্রেফতার করি। এ সময় ২ টি মোবাইল সহ ভূয়া ফেসবুক লগিন ও মেসেঞ্জারে বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তথ্য প্রমাণ পাওয়া যায়। তার বিরোদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইনে ডিএমপি খিলক্ষেত থানা ১/২/১০২১ ধারা ২০১৮ এর ২২/২৩/২৪/২৫/৩০ ধারায় মামলা ছিল। বেলাব থানা ১২৫৪ মামলা করা হয়েছে।