শাফায়েত নাজমুল , কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পশ্চিম জালুয়াপড়া এলাকার নোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বসত বাড়ি ভাংচুর , লুটপাট ও মারধরের ঘটনার প্রতিবাদে ভৈরব – কিশোরগঞ্জ মহাসড়কের চৌদশত মোরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকরা ৷ গ
গত শনিবার বিকাল ৪:৩০ থেকে ৫ টা পর্যন্ত চলে এ অবরোধ | এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ মানববন্ধনে বক্তারা বলেন , স্থানীয় সন্ত্রাসী রেজাউল করিম রেনু মিয়ার সাথে প্রধান শিক্ষক মোস্তফুর রহমানের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ৷ এরই জের ধরে রেজাউল করিম রেনু মিয়া সদলবলে গত ১৪ জুলাই শুক্রবার শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমানের বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে ৷ কিন্তু ভুক্তভোগীরা এখন পর্যন্ত থানা পুলিশের কোন সহায়তা পায়নি ৷ হামলায় প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্ত্রী মরিয়ম আক্তার (৪৮) , তিন মেয়ে মনিরা আখতার (২১) , হুমাইরা আক্তার আক্তার(১৮) , লামিয়া আক্তার দ (১২ ) , দুই ছেলে তানভীর (১৫) ও নোমান (২০)গুরুতর আহত হয় ৷ পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন ৷ মানববন্ধনে বক্তব্য রাখেন , থানা যুবলীগ সভাপতি ফারুক আহমেদ বাচ্চু , শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মোঃ ফজলুর রহমান , ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ শুভ | বক্তারা অবিলম্বে বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত দাবী জানান প্রশাসনের কাছে ৷ অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান ৷ মানববন্ধন এবং সড়ক অবরোধে কিশোরগঞ্জ সদর উপজেলার বিপুল সংখ্যক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী , স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন ৷